আর্কাইভ থেকে বাংলাদেশ

অফ রোডার তৈরি করে চমকে দিলেন তিন ভাই

অফ রোডার তৈরি করে চমকে দিলেন তিন ভাই

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কাঠের অফ রোডার গাড়ি তৈরি করে ব্যাপক সাড়া জাগিয়েছেন তিন ভাই। শব্দ, ধোঁয়া ও জ্বালানিবিহীন কাঠের কাঠামোয় তৈরি ওই গাড়িটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কাঠের গাড়ির বিভিন্ন বিষয়। সহায়তা পেলে এমন গাড়ি বানিজ্যিকভাবে তারা উৎপাদন করবেন। জানিয়েছেন তিনি ভাই।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হাপানিয়া গ্রামের তিন ভাই মনির, বুলবুল ও ইমরান। তারা নিজেদের প্রতিষ্ঠান ‘এমবিআই ইন্টারন্যাশনাল’ থেকে সৌরবিদ্যুৎ চালিত কাঠের কাঠামোর অফ লোডার আদলের গাড়ি বানিয়েছেন।  

তিন ভাই জানান, অল্প খরচে তৈরি এই গাড়িটি সোলার প্যানেল এবং ব্যাটারি দিয়েও চালানো যায়। দুই ইউনিট বিদ্যুৎ খরচে ১২০ কিলোমিটার চলে এই গাড়ি। আর সোলার প্যানেল চার্জের মাধ্যমে চলে ১৮০ কিলোমিটার পর্যন্ত। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে মাত্র এক লাখ ৩৫ হাজার টাকায় তিনমাসে এই গাড়িটি তৈরি করেন তারা। 

তাদের তৈরি কাঠের অফ রোডার গাড়িটি দেখতে প্রতিদিনই কারখানায় ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ।    

ভিন্নধর্মী এ উদ্ভাবন দেখে তিন ভাইকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী । 

পরিবেশ দুষণ রোধে গাড়িটি ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে মনে করেন স্থানীয়রা। 

এ কারণে গাড়িটি বাণিজ্যিক সম্ভাবনা খতিয়ে দেখার দাবী করেছেন এলাকার সচেতন মানুষ। 

এ সম্পর্কিত আরও পড়ুন অফ | রোডার | তৈরি | করে | চমকে | দিলেন | তিন | ভাই