আর্কাইভ থেকে করোনা ভাইরাস

সাতদিন পর বিধিনিষেধের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সাতদিন পর বিধিনিষেধের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ পরিস্থিতি দেখে আগামী এক সপ্তাহ পর চলমান বিধিনিষেধের বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ সোমবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ করোনা বাড়তে থাকবে। এটা হবে করোনা তৃতীয় ঢেউ। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে, সঠিক নিয়মে মাস্ক পরে তৃতীয় এই ঢেউ মোকাবিলা করতে হবে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনা করে আগামী এক সপ্তাহ পর পরবর্তী নির্দেশনা দেয়া হবে । কারণ ওমিক্রনে আক্রন্ত রোগীরা সুস্থ হচ্ছেন দ্রুত। ৮৫ শতাংশের বেশি সংখ্যক আক্রান্ত মানুষ ঘরে থেকে চিকিৎসা নিচ্ছেন ও সুস্থ হচ্ছেন।

ফরহাদ হোসেন বলেন, স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানছে কিনা তা নিয়ন্ত্রণ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন সাতদিন | বিধিনিষেধের | বিষয়ে | পরবর্তী | সিদ্ধান্ত | জনপ্রশাসন | প্রতিমন্ত্রী