তথ্য-প্রযুক্তি

গুগল মেসেজেস অ্যাপে জেমিনি চ্যাটবট দিয়ে বার্তা লেখবেন যেভাবে

তথ্য-প্রযুক্তি ডেস্ক

গুগল মেসেজেস অ্যাপ এখন আরও বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করা যাবে জেমিনি চ্যাটবটের সাহায্যে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই চ্যাটবট দিয়ে সহজে আনুষ্ঠানিক বার্তা, ইমেইল কিংবা খুদে বার্তার খসড়া তৈরি করা যাবে।  

চলুন জেনে নেয়া যাক কীভাবে এই চ্যাটবট ব্যবহার করতে হয়-

১. যেভাবে কাজ করে জেমিনি চ্যাটবট : প্রথমেই আপনার স্মার্টফোনে গুগল মেসেজেস অ্যাপটি খুলুন।  মেসেজেস অ্যাপে ঢোকার পর ওপরেই দেখতে পাবেন জেমিনি চ্যাটবটের আইকন। সেই আইকনে ট্যাপ করলেই চ্যাটবক্স খুলে যাবে, যেখানে আপনি আপনার বার্তার খসড়া লিখে দিতে পারবেন। এরপর জেমিনি তখন সেই কাজটি করে দেবে সেটা ইমেইল হোক বা খুদে বার্তা

২. বার্তা সম্পাদনাও সম্ভব : শুধু বার্তা লেখাই নয় জেমিনির মাধ্যমে তৈরি করা বার্তাগুলো আপনি পরবর্তী সময়ে নিজের প্রয়োজন মতো সম্পাদনাও করতে পারবেন। এটি বিশেষভাবে কার্যকর আনুষ্ঠানিক বার্তা বা ইমেইল লেখার জন্য দ্রুত লিখে নেয়ার পাশাপাশি আপনার সময় বাঁচাতে সাহায্য করবে

৩. ব্যবহার করতে যা যা দরকার : গুগল মেসেজেস অ্যাপে জেমিনি চ্যাটবট ব্যবহার করতে হলে অবশ্যই আপনার অ্যাপটি হালনাগাদ করা থাকতে হবে। সেইসঙ্গে, আরসিএস মেসেজিং সুবিধা চালু রাখাও প্রয়োজন। এই ফিচারগুলো চালু থাকলেই আপনি খুব সহজেই জেমিনি ব্যবহার করতে পারবেন

গুগল মেসেজেস অ্যাপে জেমিনি চ্যাটবটের মাধ্যমে বার্তা লেখা এখন আরও সহজ। এটি কেবল বার্তা লেখার প্রক্রিয়া দ্রুত করে না বরং সম্পাদনার সুবিধাও দেয়। যা আপনাকে আরও দক্ষ করে তুলবে

জেডএস/