আর্কাইভ থেকে দেশজুড়ে

লেকের পানিতে ডুবে বশেমুরবিপ্রবির দুই ছাত্রীর মৃত্যু

লেকের পানিতে ডুবে বশেমুরবিপ্রবির দুই ছাত্রীর মৃত্যু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুর‌বিপ্রবি) অভ্যন্তরে অবস্থিত লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু হয়। নিহতরা হ‌লেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের (ইএসডি) দ্বিতীয় ব‌র্ষের শিক্ষার্থী তাসফিয়া জাহান রিতু (২১) ও অনন্যা হিয়া (২০)। তাদের গ্রামের বাড়ি খুলনায়। মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ১টার দি‌কে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ‌কিউএম মাহবুব বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওই দুই ছাত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাই‌রে থা‌কেন। দুপু‌রে বৃ‌ষ্টি হলে তারা গোসলের জন্য লেকের পানিতে নামেন। গোসল সেরে একজন উপরে ওঠার সময় পা পিছলে গভীর পানিতে পড়ে যান। অপরজন তাকে রক্ষা করতে গিয়ে পানি থেকে টেনে নিয়ে আসার সময় পড়ে যান। তারা কেউই সাঁতার জানতেন না। তিনি আরও বলেন, লেকের আশপাশে থাকা অন্যান্য শিক্ষার্থীরা তাদেরকে পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধার করেন। পরে ভুক্তভোগী ছাত্রীদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভা‌গের দা‌য়িত্বরত চিকিৎসক তাদের স্বাস্থ্য পরীক্ষার পর উভয়কেই মৃত ঘোষণা করেন। নিহতদের পরিবারকে জানানো হয়েছে। তারা পৌঁছালে মরদেহ বু‌ঝি‌য়ে দেয়া হ‌বে।

এ সম্পর্কিত আরও পড়ুন লেকের | পানিতে | ডুবে | বশেমুরবিপ্রবির | দুই | ছাত্রীর | মৃত্যু