আর্কাইভ থেকে বাংলাদেশ

নাগিন বিষে ঢাকা অ্যাটাক

নাগিন বিষে ঢাকা অ্যাটাক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) ১০০ রানে গুটিয়ে যায় মিনিস্টার গ্রুপ ঢাকা।  অল্প রানে ঢাকাকে থামাতে বল হাতে সফল ছিলেন সিলেট সানরাইজার্সে খেলা জাতীয় দলের স্পিনার নাজমুল ইসলাম অপু। নাগিন নামে সবচেয়ে বেশি পরিচিত এই অফস্পিনার। ৪ ওভার বোলিং করে ১৮ রানে নেন চার উইকেট। এরমধ্যে এক ওভার ছিলো মেডেন। তাসকিন তিনটি এবং সোহাগ গাজীর শিকার দুই উইকেট। 

মিনিস্টার ঢাকার হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন মাহমুদউল্লাহ। ২১ রান আসে শুভাগত হোমের ব্যাট থেকে। ৩০ বলে ১৫ রান করেন মোহাম্মদ নাঈম। কোনো চার কিংবা ছয় হাঁকাননি এই ব্যাটার। 

সহজ টার্গেটে ব্যাট করছে সিলেট। 

সিলেট সানরাইজার্স একাদশ : 

মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক) , মোহাম্মদ মিঠুন, আনামুল হক বিজয় (উইকেটরক্ষক), নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, মুক্তার আলী, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, লেন্ডল সিমন্স, রবি বোপারা, কলিন ইনগ্রাম। 

মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ : 

মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল খান, নাইম শেখ, জহুরুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, এমডি রুবেল হোসেন, হাসান মুরাদ, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ শাহজাদ মোহাম্মদী (উইকেটরক্ষক), ইসুরু উদানা, আন্দ্রে রাসেল।

এদিকে, টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে লড়বে ফরচুন বরিশাল। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় মিরপুর শেরে ই বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

হাসিব মোহাম্মদ 

এ সম্পর্কিত আরও পড়ুন নাগিন | বিষে | ঢাকা | অ্যাটাক