আর্কাইভ থেকে বাংলাদেশ

লিবিয়া অভিবাসন: ঠাণ্ডায় জমে ৭ বাংলাদেশি নিহত

লিবিয়া অভিবাসন: ঠাণ্ডায় জমে ৭ বাংলাদেশি নিহত

লিবিয়া থেকে ভূমধ্যসাগরের দ্বীপ ল্যাম্পেদুসায় যাওয়ার পথে প্রচণ্ড ঠাণ্ডায় সাতজন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও।

তিনি জানান, গতরাতে কোস্টগার্ডের সদস্যরা নৌকাটি ল্যাম্পেদুসার কাছে ল্যাম্পিওনের উপকূলে থেকে ১৮ মাইল দূরে দেখতে পান। তার কার্যালয় অবৈধ অভিবাসনের প্ররোচনা ও মানুষ হত্যার অভিযোগে তদন্ত শুরু হয়েছে। 

ল্যাম্পেদুসার মেয়র স্যালভাতোর মার্তেল্লো জানান, নৌকাটিতে ২৮০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাদের অধিকাংশই বাংলাদেশ ও মিসরের নাগরিক।

হাজার হাজার আশ্রয়প্রার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের প্রধান রুট ইতালিতে অভিবাসীদের নৌকা সাম্প্রতিক মাসগুলোতে বাড়তে দেখা গেছে।
সরকারি তথ্যমতে, এ বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত ইতালির বন্দরে এক হাজার ৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন লিবিয়া | অভিবাসন | ঠাণ্ডায় | জমে | ৭ | বাংলাদেশি | নিহত