আর্কাইভ থেকে দেশজুড়ে

পাহাড় ধসে মাইক্রোবাস চাপা, গাড়ি চলাচল বন্ধ

পাহাড় ধসে মাইক্রোবাস চাপা, গাড়ি চলাচল বন্ধ
চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে মহানগরীর লালখান বাজার-টাইগার পাস সড়কের পাশে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ সময় লালখান বাজার থেকে টাইগারপাসগামী সড়কে চলাচলরত একটি মাইক্রোবাস চাপা পড়েছে। বর্তমানে সড়কটির একপাশে যানচলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার (৪ আগস্ট) সকালে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল। তারা ধসে পড়া মাটি সড়ক থেকে সরানোর চেষ্টা করছে। তবে বিপরীতমুখী লেইনে যানবাহন চলাচল করছে। সূত্র জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর অন্যতম প্রধান সড়কটির পাশের পাহাড়ের একাংশ ধসে রাস্তায় একটি মাইক্রোবাসের উপরে পড়ে। তাতে মাইক্রোবাসটি ধসে পড়া মাটিতে আটকে যায়, তবে কেউ হতাহত হননি। মাইক্রোবাসটির চালক জীবনের ভাষ্য, সকালে আমি বহদ্দারহাট থেকে গাড়ি নিয়ে আগ্রাবাদ যাচ্ছিলাম। লালখান বাজার থেকে টাইগারপাসের যাওয়ার পথে হঠাৎ করে একটা বিকট শব্দ হয়। দেখি পাহাড় ভেঙে পড়ছে। একটা বিদ্যুতের খুঁটি ভেঙে একটা গাছ দুই টুকরো হয়ে গেছে। এতে আমার গাড়ি চাপা পড়ে। আমি তখন গাড়ি থেকে কোনোমতে বাইরে বেরিয়ে যাই। গাড়িতে আমি একাই ছিলাম। স্থানীয়রা জানান, লালখান বাজার থেকে টাইগার পাস মোড় পর্যন্ত ৪০০ মিটারের মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ করছে। এ কাজে কয়েকমাস আগে পাহাড় কেটে সড়ক প্রশস্ত করে। এ কারণে বৃষ্টির ভাওে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এদিকে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং স্থল নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে বলে জানান সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল। তিনি জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম শহরে। তবে বৃহস্পতিবার দৈনিক আবহাওয়া সতর্কবার্তায় চট্টগ্রামে পাহাড় ধসের কোনো সতর্কতা জারি ছিল না।

এ সম্পর্কিত আরও পড়ুন পাহাড় | ধসে | মাইক্রোবাস | চাপা | গাড়ি | চলাচল | বন্ধ