আর্কাইভ থেকে ক্রিকেট

পদ্মা সেতু ঘুরে গেলো বিশ্বকাপ ট্রফি

পদ্মা সেতু ঘুরে গেলো বিশ্বকাপ ট্রফি
দেশের সামর্থ্য ও সক্ষমতার প্রতীক স্বপ্নের পদ্মা সেতুতে ফটোসেশন হলো আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। ট্রফিটি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা ১ নম্বর পিলারের কাছে রাখা হয়। সোমবার (৭ আগস্ট) বিকেল ৩টার দিকে হেলিকপ্টারে করে পদ্মা সেতুতে নেওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে বিকেল সাড়ে ৪টার দিকে পদ্মা সেতুতে পৌঁছায় ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসরের ট্রফিটি। সেখানে প্রমত্তা পদ্মার তীরে স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে চলে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপের অফিশিয়াল ফটোসেশন। সেখানে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে উৎসবের আমেজ বিরাজ করে। বিশ্বকাপ ট্রফি ভ্রমণের দ্বিতীয় দিন আগামীকাল (৮ আগস্ট) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নেওয়া হবে ট্রফিটি। সেখানে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেওয়া হবে ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের। এরপর শেষের দিন তথা বুধবার (৯ আগস্ট) ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা এর সঙ্গে ছবি তুলতে পারবেন। এজন্য কোনো টিকিট লাগবে না। অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিসিবি।    

এ সম্পর্কিত আরও পড়ুন পদ্মা | সেতু | ঘুরে | গেলো | বিশ্বকাপ | ট্রফি