আর্কাইভ থেকে ক্রিকেট

ছেলেদের বিশ্বকাপে সেরাটাই আশা করেন নারী দলের অধিনায়ক

ছেলেদের বিশ্বকাপে সেরাটাই আশা করেন নারী দলের অধিনায়ক
ছেলেদের বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কন্ঠে পাওয়া গেল আবেগের আভাস। বিশ্বকাপ ট্রফিকে সামনাসামনি দেখে নারী দলের অধিনায়ক জানিয়েছেন বিশ্বকাপে তার প্রত্যাশার কথা। আজ মঙ্গলবার (৮ আগস্ট) সকাল নয়টায় বিসিবি প্রাঙ্গনে আসে ট্রফিটি। অধিনায়ক নিগার সুলতানা বাংলাদেশ নারী ক্রিকেট দল নিয়ে ছবি তোলার সুযোগ পান। নিগার সুলতানা জ্যোতি বলেন,‘এক্সপেক্টেশন বাংলাদেশের কাছ থেকে আমাদের সবার খেলোয়াড় হিসেবে অনেক বেশি, প্লাস হচ্ছে জনগণেরও অনেক বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় সেরা দলটাই বোধ হয় এবার। যারা তরুণ খেলোয়াড় তারা খুব ভালো ছন্দে আছে এবং এ সংস্করণে আমরা খুব ভালো খেলি। সো ফার তাদের কাছ থেকে আমরা তো সেরাটাই আশা করব।’ ১০০ দিনের ট্যুরের অংশ হিসেবে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে বিশ্বকাপ ট্রফি। গতবাল পদ্মাসেতুতে ফটোসেশনের পর আজ মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ছিল বিশ্বকাপ। সেখানে জাতীয়দল, বিকেএসপির খেলোয়াড়দের পাশাপাশি ছবি তোলার সুযোগ পেয়েছেন বোর্ড কর্তা এবং ক্রীড়া সাংবাদিকরা। ট্যুরের শেষ দিনে আগামীকাল সাধারণ দর্শকদের জন্য বিশ্বকাপ রাখা হবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। ২০২৩ সালের বিশ্বকাপ নিয়ে সাধারণ মানুষের মতো ক্রিকেটাররাও বিশ্বাস করেন এবার ভালো করা সম্ভব। নিজেদের চেনা কন্ডিশনে বিশ্বকাপ, তাই স্বপ্নটা এবার আরো জোরালো।

এ সম্পর্কিত আরও পড়ুন ছেলেদের | বিশ্বকাপে | সেরাটাই | আশা | করেন | নারী | দলের | অধিনায়ক