আর্কাইভ থেকে বাংলাদেশ

চট্টগ্রামের বিপক্ষে বল করছে সিলেট

চট্টগ্রামের বিপক্ষে বল করছে সিলেট

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শনিবার (২৯ জানুয়ারি) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সিলেট সানরাইজার্স। খেলা শুরু হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আগের ম্যাচে সিলেট সানরাইজার্স মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছিলো। মোসাদ্দেকদের দেওয়া ১৭৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৮ বল হাতে রেখে এক উইকেট হারিয়ে লক্ষ্য অতিক্রম করে ঢাকা।

সিলেট বনাম ঢাকার ওই ম্যাচে সিলেটের লেন্ডল সিমন্সের পর শতক হাঁকান ঢাকার তামিম ইকবাল খানও। ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান ১৭৫ রানের জবাবে ৬১ বলে শতক তুলে নিয়েছেন। শেষ পর্যন্ত তামিমের ৬৪ বলে তামিম করেন ১১১ রান। এ ম্যাচে তামিম যেমন বিধ্বংসী খেলেছেন তেমনি তার ওপেনিং পার্টনার মোহাম্মদ শেহজাদও ছিলেন মারমুখী ভঙ্গিতে। ৩৯ বলে ৫৩ রান করে আলাউদ্দিনের বলে আউট হন তিনি।

সিলেট সানরাইজার্স একাদশ: 

লেন্ডন সিমন্স, আনামুল হক (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, কলিন ইনগ্রাম, রবি বোপারা, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সোহাগ গাজী, আলাউদ্দিন বাবু, মুক্তার আলি, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ।

চট্টগ্রাম একাদশ
কেনার লুইস (উইকেটরক্ষক), উইল জ্যাকস, আফিফ হোসেন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), বেনি হাওয়েল, নাঈম ইসলাম, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, নাসুম আহমেদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রামের | বিপক্ষে | বল | করছে | সিলেট