আর্কাইভ থেকে ক্রিকেট

এশিয়া কাপের দলে যে কারণে নেই রিয়াদ

এশিয়া কাপের দলে যে কারণে নেই রিয়াদ
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপকে সামনে রেখে শুক্রবার সাকিব আল হাসানকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর আজ  শনিবার (১২ আগস্ট) সম্পূর্ণ দল ঘোষণা করলো বিসিবি। ১৭ সদস্যের সেই দলে জায়াগা হয়নি ৩৭ বছর বয়সী অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের। রিয়াদ বাংলাদেশের সর্বশেষ তিনটি ওয়ানডে সিরিজেও ছিলেন না। কিন্তু সম্প্রতি বাংলাদেশ দলের অনুশীলনে মাহমুদউল্লাহর উপস্থিতি দেখে মনে হচ্ছিল, এশিয়া কাপের দলে হয়তো জায়গা হবে এই অভিজ্ঞ ক্রিকেটারের। কিন্তু তা আর হলো না। মাহমুদউল্লাহকে বাদ দিয়েই আজ ঘোষণা করা হলো এশিয়া কাপের স্কোয়াড। বিসিবির ট্রেনিং ক্যাম্পে থাকলেও এই মিডল অর্ডার ব্যাটারকে দলে না নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি জানান, টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় না থাকায় রিয়াদকে দলের বাইরে রাখা হয়েছে। দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে রিয়াদকে না নেওয়ার ব্যাখ্যায় নান্নু জানান, ‘রিয়াদকে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। টিম ম্যানেজমেন্ট আমাদের একটা প্ল্যান দিয়েছে। টিম ম্যানেজমেন্টের প্ল্যান ভালো মনে হয়েছে। কোচ ও ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করা হয়েছে, তারপরে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’    

এ সম্পর্কিত আরও পড়ুন এশিয়া | কাপের | দলে | কারণে | নেই | রিয়াদ