আর্কাইভ থেকে জাতীয়

নতুন চুক্তি না করলে দেশে কোনো প্রভাব পড়বে না

নতুন চুক্তি না করলে দেশে কোনো প্রভাব পড়বে না
নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোনো দেশের সঙ্গে নতুন চুক্তি করবে না বাংলাদেশ। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (১২ আগস্ট) দুপুরে সিলেটের শাহী ঈদগাহে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ব্যালেন্স বৈদেশিক নীতির কারণে নতুন চুক্তি না করার কোনো প্রভাব দেশের উপর পড়বে না। আব্দুল মোমেন বলেন, তারা দাওয়াত দিয়েছে মনে হয় প্রধানমন্ত্রী যাবেন। ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী সেখানে যাবেন। তিনি আরও বলেন, বিদেশি কোনো শক্তির পরামর্শে বাংলাদেশ চলে না। আগামী নির্বাচন দেশের শাসনতন্ত্র মেনে হবে। এছাড়া সুষ্টু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন নতুন | চুক্তি | দেশে | কোনো | প্রভাব | পড়বে