করোনা আক্রান্ত হলে আগে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা বলা হলেও এখন তা পরিবর্তন করে ১০ দিন করা হয়েছে। কাজে যেতে আরটি-পিসিআর সনদও লাগবে না। জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
আজ রোববার (৩০ জানুয়ারি) দুপুরে করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা বলেন।
নাজমুল ইসলাম জানান, জ্বর ভালো হয়ে গেলে, উপসর্গগুলো না থাকলে ১০ দিন পরে আবার কাজে ফিরে যেতে হবে। আগে শর্ত হিসেবে আরটি-পিসিআর সনদ নিয়ে যেতে হতো, সেটি আপাতত স্থগিত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সবাই ওমিক্রনের উপসর্গ নিয়ে আলাপ-আলোচনা করছে। এর উপসর্গগুলো হলো- নাক দিয়ে পানি পড়া, মাথা ব্যথা, অবসন্নতা, হাঁচি, গলা ব্যথা ও কাশি। এ বিষয়গুলো কারও থাকলে পরীক্ষা করাতে হবে। ঠাণ্ডা লেগে কারও গলা ভেঙে গেছে বা কাঁপুনি দিয়ে জ্বর আসছে, সেসব ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত।
নাজমুল ইসলাম জানান, করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। এর কারণে সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। সংক্রমণ বৃদ্ধির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। কিন্তু অনেক অভিভাবক প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মেনে বিভিন্ন অনুষ্ঠানে সন্তানদের নিয়ে যাচ্ছেন, যা খুবই দুঃখজনক। সে কারণে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলছে।
তাসনিয়া রহমান