আর্কাইভ থেকে ক্রিকেট

ফুটবলের পর ক্রিকেটেও চালু হচ্ছে লাল কার্ড

ফুটবলের পর ক্রিকেটেও চালু হচ্ছে লাল কার্ড
ফুটবলের পর ক্রিকেটেও আনুষ্ঠানিকভাবে ‘লাল কার্ডের’ প্রচলন আসতে যাচ্ছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) স্লো ওভার রেটের শাস্তি হিসেবে লাল কার্ডের প্রচলন আনতে যাচ্ছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। স্লো ওভার রেটের কড়া শাস্তি হিসেবে এবারে একজন ক্রিকেটারকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়ার বিধান চালু করেছে তারা। শনিবার (১২ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিপিএল কর্তৃপক্ষ। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘ওভার রেট থার্ড আম্পায়ার পর্যবেক্ষণ করবে এবং প্রতি ওভার শেষে ফিল্ড আম্পায়ারের মাধ্যমে অধিনায়কের সঙ্গে কথা বলবে। খেলোয়াড়দের চোট, ডি আরএস আর যখন প্রয়োজনে ব্যাটসম্যানদের কিছুটা সময় দরকার হয় তখন নিয়মটা একটু শিথিল হবে।’ নিয়ম অনুযায়ী একটি ইনিংসের শেষ করতে হবে ৮৫ মিনিটের ভেতর। যদি এই সময়ের ভেতর শেষ করা না যায় তাহলেই শাস্তির আওতায় আনা হবে বোলিং করা দলকে। এছাড়া ১৭ ওভার শেষ করতে হবে ৭২ মিনিটের মধ্যে। ১৮তম ওভার ৭৬ মিনিট ৩০ সেকেন্ড আর ১৯তম ওভার শেষ করতে হবে ৮০ মিনিট ৪৫ সেকেন্ডের ভেতর। ১৭ ওভার পর্যন্ত কিছুটা বিলম্ব হলে সেটি ক্ষমার আওতায় থাকবে। শাস্তির বিধান শুরু হবে ১৮তম ওভারেও অনিয়মের দেখা মিললে। ১৮তম ওভারের শুরুতে সময় বেশি লাগলে শাস্তি হিসেবে পাওয়ার প্লে চললেও একজন বাড়তি ফিল্ডার ৩০ গজ বৃত্তের ভেতরে রাখতে হবে। ১৯তম ওভারের শুরুতেও যদি সময় বেশি লাগে, তাহলে দুজন বাড়তি ফিল্ডার (মোট ৬ জন) রাখতে হবে বৃত্তের ভেতরে। যদি শেষ ওভারে গিয়েও দেখা যায় নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লেগেছে, তাহলে লাল কার্ড দেখে মাঠের বাহিরে চলে যেতে হবে একজন ফিল্ডারকে। ১০ জনের দলের তখন ৩০ গজ বৃত্তের ভেতর ৬জন থাকবেন, দুইজন থাকবেন বাউন্ডারিতে। লাল কার্ড দেখে কোন ফিল্ডার বাইরে যাবেন, সেটা ঠিক করবেন ফিল্ডিং দলের অধিনায়ক। চলতি বছরের সিপিএল শুরু হতে যাচ্ছে ১৭ আগস্ট। মেয়েদের টুর্নামেন্ট শুরু হবে ৩১ আগস্ট।    

এ সম্পর্কিত আরও পড়ুন ফুটবলের | ক্রিকেটেও | চালু | হচ্ছে | লাল | কার্ড