দেশজুড়ে

ভাড়া বাসা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তরিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।ওই ব্যক্তি বাসায় একাই থাকতেন।

রোববার (২৭ জুলাই) বিকেলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি বলেন , মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং ঘরে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ঝিনাইদহ