আর্কাইভ থেকে দেশজুড়ে

এক বছরের কারাদণ্ড এড়াতে আত্মগোপনে ছিলেন ৩৫ বছর

এক বছরের কারাদণ্ড এড়াতে আত্মগোপনে ছিলেন ৩৫ বছর
চুরি মামলায় বিচারক এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন বরিশালের গোলাম মোস্তফাকে। সেই দণ্ড থেকে বাঁচতে তিনি দেশ-বিদেশে পালিয়েছিলেন ৩৫ বছর। তাতেও শেষ রক্ষা হলো না তার। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ আগস্ট) গভীর রাতে ঢাকার সাভারে অভিযান চালিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল। গ্রেপ্তার গোলাম মোস্তফা (৫৫) বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের কেদারপুর গ্রামের মৃত আবদুর রহমান হাওলাদারের ছেলে। ওসি তুষার কুমার মন্ডল বলেন, চুরি মামলা হওয়ার পর গ্রাম ছেড়ে পালিয়ে যায় গোলাম মোস্তফা। ওই মামলায় ১৯৮৮ সালে এক বছরের কারাদণ্ড দেন বিচারক। সাজা ঘোষণার পর মোস্তফা আর গ্রামে ফিরে আসেনি। ওসি আরও জানান, দেশ ও বিদেশের একাধিক এলাকায় আত্মগোপনে ছিল মোস্তফা। বিদেশ থেকে দেশে ফিরে ঢাকার সাভারে বাড়ি করে বাস করছিল মোস্তফা। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভার মডেল থানার সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে তাকে সাভারের চাপাইন তালতলা এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওসি জানিয়েছেন, মোস্তফাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন এক | বছরের | কারাদণ্ড | এড়াতে | আত্মগোপনে | ছিলেন | ৩৫ | বছর