আর্কাইভ থেকে ক্যাম্পাস

ডেঙ্গু প্রতিরোধে জবি লিও ক্লাবের নানা আয়োজন

ডেঙ্গু প্রতিরোধে জবি লিও ক্লাবের নানা আয়োজন
দিনে দিনে ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। দিনে দিনে বাড়ছে মৃত্যুর মিছিল, হাসপাতালেও জায়গা হচ্ছে না রোগীদের। ডেঙ্গু থেকে বাঁচতে লিও জেলা ৩১৫ বি২-এর ক্লাব জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) লিও ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেঙ্গু মশা নিধনে ঔষধ ছিটানো-সচেতনতা বৃদ্ধি এবং ক্যাম্পাস পরিষ্কারকরণ সহ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার (১৩ আগস্ট) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের এই আয়োজনে যৌথ আয়োজক ছিল নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়।   উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড.মোঃ মনিরুজ্জামান খন্দকার, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লিও ক্লাবের সভাপতি লিও জান্নাতুল ফেরদৌস শিমু, সাধারণ সম্পাদক লিও শাহপরান নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি রায়হান, সাধারণ সম্পাদক মেহেদী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের সভাপতি লিও জান্নাতুল ফেরদৌউস শিমু বলেন, পরিবেশের বন্ধু গাছ আমাদের ক্যাম্পাসকে আরো পরিবেশবান্ধব করে তুলতে সাহায্য করবে, সেই সাথে বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু মশার যাতে বিস্তারণ না ঘটে এবং শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করতে বিভিন্ন বার্তা দেয়ার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাব আজকের প্রোগ্রাম সম্পন্ন করেছে। আশা করি আমরা আরো সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নিতে পারবো। উল্লেখ্য এ সময় সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১০ টি বৃক্ষরোপণ, ডেঙ্গু মশা নিধন স্প্রে ব্যবহার, সচেতনতা বৃদ্ধিতে র‍্যালি সহ ক্যাম্পাস প্রাঙ্গণে পড়ে থাকা বিভিন্ন প্লাস্টিক, কাগজ, ময়লা ইত্যাদি বস্তু অপসারণ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ডেঙ্গু | প্রতিরোধে | জবি | লিও | ক্লাবের | নানা | আয়োজন