স্বাস্থ্য

২৪ ঘন্টায় আরও ৫৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত, মৃত্যু ৫

বায়ান্ন প্রতিবেদন

সারাদেশে গেলো ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।  একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১১৩ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৯০ জন, ঢাকা উত্তর সিটিতে ৭৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১২১ জন রয়েছেন।

এছাড়া খুলনা বিভাগে ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ১৮ জন এবং রংপুর বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৫০৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ডেঙ্গু | আক্রান্ত