আর্কাইভ থেকে বাংলাদেশ

রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে (রামেক) করোনা উপসর্গ দিয়ে ৪ জন মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যান নি। 

আজ সোমবার (৩১ জানুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,  গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুইটি পিসিআর ল্যাবে ৪৬৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৪০দশমিক ৮২ শতাংশ।

শামীম ইয়াজদানী জানান, রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৬৩ জন। তার মধ্যে করোনা আক্রান্ত রোগী রয়েছে ৩৬ আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ২২ জন। আর করোনা এখনও ধরা পড়েনি এমন রোগী ভর্তি রয়েছে ৫ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ৯ জন রোগী ভর্তি হয়েছে। একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরো ৯ জন রোগী।

গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) জেলায় করোনা শনাক্তের হার ছিল ৭৪. ৮৪ শতাংশ। এ ঊর্ধ্বগতি রোধ করতেই সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। জানান জেলা প্রশাসক আব্দুল জলিল।

তাসনিয়া রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন রাজশাহীতে | করোনা | উপসর্গ | নিয়ে | ৪ | জনের | মৃত্যু