মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সচিবের দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে। তিনি এখন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
গত বুধবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
সচিবের করোনা আক্রান্তের বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন তার একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাসেম।
তিনি বলেন, গত বুধবার রিপোর্টে মন্ত্রিপরিষদ সচিবের করোনা পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
মুক্তা মাহমুদ