আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ট্রাম্পকে ২৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

ট্রাম্পকে ২৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে হেরে যাওয়ায় পর ফলাফল পাল্টানোর চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই মঙ্গলবার (১৫ আগস্ট) ট্রাম্প ও তার ১৮ সহযোগীকে আগামী ২৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণের নির্দশ দিয়েছেন ফালটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলিস। মঙ্গলবার (১৫ আগস্ট) আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাতে জর্জিয়ার ফালটন কাউন্টির গ্র্যান্ড জুরি ট্রাম্প ও তার ১৮ সহযোগীর বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ফালটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলিস সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। মঙ্গলবার ফ্যানি উইলস জানান, ট্রাম্পসহ বাকি ১৮ বিবাদীকে ২৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণ করতে হবে। উইলিস বলেন, জর্জিয়ার সাধারণ আইন অনুযায়ী, বিচারকরা অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমি বিবাদীদের আগামী ২৫ আগস্ট পর্যন্ত ঐচ্ছিকভাবে আত্মসমর্পণের সুযোগ দিচ্ছি। এ অ্যাটর্নি আরও জানান, জর্জিয়ার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে কখন ট্রাম্পের বিচার শুরু হবে সেটি বিচারকরা ঠিক করবেন। কিন্তু তার দপ্তর ছয় মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া শুরু করার পরামর্শ দিচ্ছে। জর্জিয়ায় অভিযুক্ত হওয়ার মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সব মিলিয়ে ৪টি অপরাধমূলক অভিযোগে অভিযুক্ত হলেন। জর্জিয়ায় ট্রাম্পসহ অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে ১১টি ধারায় অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে রয়েছে জালিয়াতি ও তাণ্ডবের অভিযোগ। এটি মূলত সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে বিচার করতে ব্যবহার করা হয়। ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটির সূত্রপাত ২০২১ সালের ২ জানুয়ারি। ওইদিন জর্জিয়ার প্রধান নির্বাচনী কর্মকর্তা ব্র্যাড র‌্যাফেনসপারগারকে ফোন করে রাজ্যে নিজের পরাজয় ঠেকানোর ব্যবস্থা করতে বলেন ট্রাম্প। কিন্তু ব্র্যাড তার এ অনুরোধ প্রত্যাখ্যান করেন। ও্ই ঘটনার চারদিন পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের অনুসারীরা ক্যাপিটল হিলে আক্রমণ করে বসেন। ওইদিন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে সিনেটের স্বীকৃতি দেওয়ার কথা ছিল। এদিকে ট্রাম্প জর্জিয়ায় কোনো ধরনের অপরাধ করার অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে তিনি অভিযোগ করেছিলেন, রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছেন বাইডেন প্রশাসনের মনোনীত অ্যাটর্নি উইলিস।  

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রাম্পকে | ২৫ | আগস্টের | মধ্যে | আত্মসমর্পণের | নির্দেশ