আর্কাইভ থেকে রোগব্যাধি

আগস্টে কমেছে ডেঙ্গু রোগী: স্বাস্থ্য অধিদপ্তর

আগস্টে কমেছে ডেঙ্গু রোগী: স্বাস্থ্য অধিদপ্তর
জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে ডেঙ্গু রোগীর ভর্তির পরিমাণ কম। হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে ৯৫৬টি বেড বর্তমানে খালি রয়েছে। ঢাকা সিটি করপোরেশনে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমেছে। জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১৬ আগস্ট) ডেঙ্গু বিষয়ক ভার্চুয়াল ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল ও ক্লিনিক বিভাগের পরিচালক হাবিব আহসান তালুকদার এ কথা জানান। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু রোগী ভর্তির ক্ষেত্রে ২০ থেকে ৪০ বছর বয়সী রোগী পাওয়া যাচ্ছে ৭০ শতাংশ। পুরুষ রোগীর হার ৬৩ শতাংশ ও নারী রোগীর হার ৩৭ শতাংশ। হাবিব তালুকদার বলেন, ‘জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে ডেঙ্গু রোগীর ভর্তির পরিমাণ কম। ডেঙ্গু পরীক্ষার সরকারি কিট মজুত রয়েছে। বেসরকারি হাসপাতালে কিছু জায়গা থেকে তথ্য এসেছে তারা স্যালাইন পাচ্ছে না। সে বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে সম্পৃক্তদের। আইভি ফ্লুইড আমদানি করতে পারলে এ সমস্যা সমাধান হবে বলে আশা করছি।’ তিনি আরও জানান, ‘ঢাকা সিটি করপোরেশনের কিছু হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ থাকলেও ডিএনসিসি হসপিটাল, মুগদা হসপিটাল, কুর্মিটোলা হসপিটালসহ কয়েকটি হাসপাতালে ৯৫৬টি বেড বর্তমানে খালি রয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন আগস্টে | কমেছে | ডেঙ্গু | রোগী | স্বাস্থ্য | অধিদপ্তর