আর্কাইভ থেকে ছাত্র-শিক্ষক

ইডেন কলেজে প্রবেশ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা

ইডেন কলেজে প্রবেশ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা
নীলক্ষেত থেকে সরে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। নীলক্ষেত মোড় এলাকায় বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। আজ বুধবার (১৬ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে নীলক্ষেত মোড় থেকে সরে দাঁড়ায় তারা। শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইডেন কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। আজ দুপুর ১২টা ২০ মিনিটে সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাদের একদফা দাবি নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেছিল। এতে যানচলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। পরে সাত কলেজের শিক্ষক এবং পুলিশ তাদের বোঝালে শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে দাঁড়ায় এবং শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ইডেন কলেজে সম্বয়কের সাথে দোখা করতে যান।

এ সম্পর্কিত আরও পড়ুন ইডেন | কলেজে | প্রবেশ | করেছে | আন্দোলনকারী | শিক্ষার্থীরা