আর্কাইভ থেকে জাতীয়

ডিমের দামে কারসাজি করায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিমের দামে কারসাজি করায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রাম নগরীতে ডিমের পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় ডিমের দামে কারসাজির অভিযোগে সাতটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার (১৬ আগস্ট) সকালে আগ্রাবাদের চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক নাসরিন সুলতানা। নাসরিন সুলতানা জানান, বাজারে ডিমের মূল্য তালিকা যথাযথ সংরক্ষণ না করা, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম বিক্রয়ের কারণে সাতটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে জে আলম ব্রাদার্সকে এক হাজার টাকা, হালাল শপকে দুই হাজার টাকা, জনপ্রিয় স্টোরকে এক হাজার টাকা, জিলানী স্টোরকে এক হাজার টাকা, নাসফিকা ট্রেডার্সকে দুই হাজার টাকা, আমিন এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা ও রাজ এন্টারপ্রাইজকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন ডিমের | দামে | কারসাজি | করায় | ৭ | প্রতিষ্ঠানকে | জরিমানা