আর্কাইভ থেকে আওয়ামী লীগ

বিএনপির সময়ে খাদ্য গুদাম খালি ছিলো: খাদ্যমন্ত্রী

বিএনপির সময়ে খাদ্য গুদাম খালি ছিলো: খাদ্যমন্ত্রী
বিএনপির সময়ে খাদ্য গুদাম খালি ছিল। মাত্র সাড়ে তিন লাখ মেট্রিক টন চাল মজুত ছিল। এখন সরকারের গুদামে ২১ লাখ মেট্রিক টনের চাল মজুত আছে। ভবিষ্যতের কথা ভেবে মজুতের পরিমাণ আরও বাড়ানো হচ্ছে। বললেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে নওগাঁর সাপাহারের গোয়ালা মিরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সমাবেশ ও বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে বিএনপি দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। তাদের (বিএনপির) মুখে গণতন্ত্রের কথা মানায় না। বিএনপি সব সময় মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করে। জনগণ তাদের মিথ্যা আশ্বাসে ভুল সিদ্ধান্ত নেবেনা। সাধন চন্দ্র মজুমদার বলেন, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যকে হত্যা করেছে, তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে হত্যা করার। ষড়যন্ত্রকারী ও খুনিরা জানত বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলে বাংলাদেশকে হত্যা করা যাবে। আর এই হত্যার মাস্টারমাইন্ড ছিল জিয়াউর রহমান। মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তার মরদেহ টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই দাফন করা হয়েছে। কিন্তু জিয়াউর রহমানকে হত্যার পর তার লাশও খুঁজে পাওয়া যায়নি। জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করতে হবে। এ সময় স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নয়নের পথ বেছে নিতে জনগণের প্রতি আহবান জানান খাদ্যমন্ত্রী।  

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপির | সময়ে | খাদ্য | গুদাম | খালি | ছিলো | খাদ্যমন্ত্রী