আর্কাইভ থেকে বাংলাদেশ

রামেকে করোনায় প্রাণ গেলো আরও ৫ জনের

রামেকে করোনায় প্রাণ গেলো আরও ৫ জনের

গেলো ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে (রামেক) করোনা ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচজনের  মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছেন একজন এবং উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১৮৩ জন। শনাক্তের হার ৪১ দশমিক ৯১ শতাংশ।

বৃহস্পতিবার (৩ ফেব্রয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,  রাজশাহীর দুই ল্যাবে মোট ৬৪৮টি নমুনা পরীক্ষায় ২৪৮ জন শনাক্ত হন। এর মধ্যে রামেক হাসপাতালের ল্যাবে ১৮৬টি নমুনা পরীক্ষায় ৯২ জন শনাক্ত হন। অপরদিকে মেডিকেল কলেজ ল্যাবে মোট ৪৬২টি নমুনা পরীক্ষায় ১৫৬ জন শনাক্ত হন। রামেকের দুই ল্যাবের প্রতিবেদন অনুসারে রাজশাহীর মোট আক্রান্তের সংখ্যা ১৮৩ জন।

শামীম ইয়াজদানী আরও জানান, রামেকে গেলো ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে এক রোগী মারা গেছেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। বর্তমানে মোট ৬৫ জন রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন ৩৯ জন ও সন্দেজনক রোগীর সংখ্যা ২৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৬ জন নতুন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

তাসনিয়া রহমান 

এ সম্পর্কিত আরও পড়ুন রামেকে | করোনায় | প্রাণ | গেলো | আরও | ৫ | জনের