আর্কাইভ থেকে আইন-বিচার

ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২০ আগস্ট) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসফিকুল আলম হালিম অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।  পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এক আসামি নুর ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড।  অন্য আসামি জাহিদ হাসানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, উপজেলার রাধাঁনগর ইউনিয়নের প্রাধান পাড়া এলাকার নুর ইসলাম (৩৫) ও জাহিদ হাসান (২৮)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটোয়ারী উপজেলার মাধ্যমে ইউনিয়নের প্রধানপাড়া এলাকার নুর ইসলাম ও তার ছোট ভাই জাহিদ হাসান দীর্ঘ দিন মাধ্যমে নিজ বাড়িতে মাদক বিক্রি ও সেবন করে আসছিলেন। এমনকি অনেকে তাদের বাড়িতে মাদক সেবন করে চলে যেতেন। খবর পেয়ে আটোয়ারী থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসফিকুল আলম হালিম। এসময় গাঁজা সেবনকালে দুইভাইকে ২ প্যাকেট গাঁজার পুরিয়াসহ আটক করা হয়। পরে তাদের বাড়িতে তল্লাশি করে বেশ কিছু ফেনসিডিলের খালি বোতল ও বিভিন্ন মাদক ব্যবহারের আলামত পায় ভ্রাম্যমাণ আদালত। এসময় আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন ভ্রাম্যমাণ | আদালতে | দুই | মাদক | ব্যবসায়ীর | কারাদণ্ড