অপরাধ

সেপটিক ট্যাংক থেকে ২ কোটি টাকার মাদক জব্দ

ছবি: সংগৃহীত

রাজধানীর কিংফিশারের বারে অভিযান চালিয়ে এর সেপটিক ট্যংক থেকে ২ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরণের মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় দুইজনকে আটকও করে সংস্থাটি।

গেলো বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরার জমজম টাওয়ার-সংলগ্ন ১৩ নম্বর সেক্টরের কিংফিশার বারে অভিযান চালানো হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহম্মেদ

তিনি জানান,  রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত চলা অভিযানে কিংফিশারের ভবনের নিচতলার বিদ্যুৎ সাবস্টেশন সংলগ্ন একটি বৃহৎ আকার সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ জব্দ করা হয়।

শামীম আহম্মেদ জানান, এ অপরাধী চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় বেপরোয়াভাবে মাদক ব্যবসা করে উত্তরা এলাকায় সামাজিক পরিবেশ বিষিয়ে তুলেছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আটককৃতরা হলেন, মো. এমরান হোসেন ওরফে বাবু (৪১) ও মো. আলমগীর কবির (৪০)গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন মাদক