কোনো ক্রীড়া সংস্থায় একই পদে দুই বারের বেশি কেউ থাকতে পারবে না। খেলা বা ফেডারেশনের প্রয়োজনে ওই ব্যক্তি অন্য পদে কাজ করতে পারবেন।
শুক্রবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া খেলোয়াড়, কোচ, রেফারি ও সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা বলেছেন।
জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আসিফ মাহমুদ আরও বলেন , ‘অনেকেই ফেডারেশনের পদকে দায়িত্ব নয়, ক্ষমতার অংশ মনে করে। আমরা সেটা রোধে কাজ করছি।’
বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাব মুক্ত রাখতে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ক্রীড়াঙ্গনে বিরাজনীতিকরণ নিয়ে আমরা কাজ করছি। একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু ক্রীড়াঙ্গনে যেন প্রভাব যেন না আসে।’