আর্কাইভ থেকে বাংলাদেশ

আর কোনো মার্কিন নিষেধাজ্ঞা দিচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আর কোনো মার্কিন নিষেধাজ্ঞা দিচ্ছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

র‌্যাবকে কোনো রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়নি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ কথা বলেন তিনি। 

আর নতুন করে কোনো মার্কিন নিষেধাজ্ঞা দিচ্ছে না বলেও জানান প্রতিমন্ত্রী।

এরআগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো একটি চিঠিতে র‍্যাব ও সংস্থাটির ছয়জন কর্মকর্তার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বিশেষ বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব এবং এর সাবেক ডিজি ও বর্তমান পুলিশ প্রধানসহ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা নিয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায় থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেয়া হয়েছে।

নানা আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণ এবং প্রভাব নিয়ে। এই নিষেধাজ্ঞা কোন ধরনের-কীভাবে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়ে থাকে এবং ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠান হিসাবে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার কারণে বাহিনীটির অন্য সদস্যদের ওপর কি কোন প্রভাব পড়বে-এসব প্রশ্ন নিয়েই চলছে এখন আলোচনা।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন আর | কোনো | মার্কিন | নিষেধাজ্ঞা | দিচ্ছে | পররাষ্ট্র | প্রতিমন্ত্রী