ব্যবসায়ী আবু মহসিন খানের আত্মহত্যার ঘটনায় ধানমন্ডি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন তাঁর জামাতা চিত্রনায়ক রিয়াজ।
আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ফেসবুক লাইভে মৃত্যুর আগে দেনা-পাওনা এবং প্রতারণার বিষয়ে বেশ কিছু অভিযোগ করে গেছেন এ বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেয়া হবে- এমন প্রশ্নের জবাবে ইকরাম আলী বলেন, পুলিশ সব বিষয়ে তদন্ত করে দেখছেন। এ ঘটনার সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
পরিবারের পক্ষ থেকে অন্য আর কোনো মামলা দায়ের করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলেই দায়ের করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে আর কিছু তাদের জানানো হয়নি।
অনন্যা চৈতী