আর্কাইভ থেকে বলিউড

অশ্লীল গানের মামলায় হানি সিংকে কণ্ঠস্বরের নমুনা দেয়ার নির্দেশ

অশ্লীল গানের মামলায় হানি সিংকে কণ্ঠস্বরের নমুনা দেয়ার নির্দেশ

ভারতীয় সংগীতশিল্পী ইয়ো ইয়ো হানি সিংয়ের বিরুদ্ধে ইন্টারনেটে একটি অশ্লীল গান গাওয়া এবং আপলোড করার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে কণ্ঠস্বরের নমুনা জমা দেয়ার নির্দেশ দিয়েছেন নাগপুরের একটি জেলা আদালত।

গত ২৭ জানুয়ারি বিচারক এসএএসএম আলি গায়ককে ৪ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে নাগপুরের পাঁচপাওলি থানায় হাজির হওয়ার নির্দেশ দেন। গায়কের দেশের বাইরে যাওয়ার কথা ছিল। এ জন্য তার ওপর আরোপিত শর্ত শিথিল করার জন্য আগেই আবেদন করেছিলেন হানি সিং।

আদালত গায়কের আবেদন গ্রহণ করে। সেই প্রেক্ষিত্রে ২৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি দুবাই থাকার কথা তার। এ জন্য ৪ থেকে ১১ ফেব্রুয়ারির মধ্যে হাজিরা দিতে বলা হয় তাকে। কিন্তু তখন এই আবেদনের বিরোধিতা করেছিলেন তদন্তকারী অফিসার।

তদন্ত অফিসার জানান, ২৫ জানুয়ারি হাজির হওয়ার কথা ছিল হানি সিংয়ের। কিন্তু তিনি হাজিরা দেননি এবং একটি ই-মেইলে উপস্থিত হতে পারবেন না বলে জানিয়েছিলেন।

ওই অফিসারের দাবি, তদন্তে সহযোগিতা করছেন না গায়ক এবং তাকে যদি ভ্রমণের জন্য অনুমতি দেয়া হয় তাহলে আদালতে উপস্থিত থাকতে পারবেন না তিনি।

এর আগে পঞ্চপাওলি থানার পুলিশ হানি সিংয়ের বিরুদ্ধে ২৯২ ধারায় (বিক্রয় ও অশ্লীল সামগ্রী বিতরণ) আইপিসি এবং তথ্য-প্রযুক্তি আইনের অন্যান্য প্রাসঙ্গিক ধারার অধীনে অভিযোগ নথিভুক্ত করে। আনন্দপাল সিং জব্বল নামের এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে মামলা হয় হানি সিংয়ের বিরুদ্ধে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন অশ্লীল | গানের | মামলায় | হানি | সিংকে | কণ্ঠস্বরের | নমুনা | দেয়ার | নির্দেশ