আর্কাইভ থেকে সরকারি

এসএসসি পাসেই বিমান বাহিনীতে চাকরি

এসএসসি পাসেই বিমান বাহিনীতে চাকরি
বাংলাদেশ বিমান বাহিনী জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘বিমানসেনা’ পদে কর্মী নেবে বাহিনীটি। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৪ আগস্ট।   ১. পদের নাম: টেকনিক্যাল ট্রেড (পুরুষ ও মহিলা) শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে বিজ্ঞান শাখায় জিপিএ ৩.৫/সমমান   ২. পদের নাম: নন-টেকনিক্যাল (পুরুষ) শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে যে কোন শাখায় জিপিএ ৩.৫/সমমান   ৩. পদের নাম: এমটিওএফ (পুরুষ) শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে বিজ্ঞান শাখায় জিপিএ ৩.০/সমমান   ৪. পদের নাম: চিকিৎসা সহকারী (পুরুষ) শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে জীব বিজ্ঞানসহ বিজ্ঞান শাখায় জিপিএ ৩.৫/সমমান   ৫. পদের নাম: প্রভোস্ট (পুরুষ ও মহিলা) শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে যেকোনো শাখায় জিপিএ ৩.৫/সমমান   ৬. পদের নাম: মিউজিশিয়ান (পুরুষ ও মহিলা) শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে যেকোনো শাখায় জিপিএ ২.৫/সমমান   ৭. পদের নাম: খেলোয়াড় (টেকনিক্যাল/নন-টেকনিক্যাল) (পুরুষ) শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে যেকোনো শাখায় জিপিএ ৩.৫/সমমান   নাগরিকত্ব: বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক বৈবাহিক অবস্থা: অবিবাহিত   বয়সসীমা: সকল ট্রেড ১৬ হতে ২১ বৎসর (০২ এপ্রিল ২০২৩ তারিখে)। এমটিওএফ ট্রেড সর্বোচ্চ ২৪ বছর। চিকিৎসা সহকারী ও মিউজিশিয়ান সর্বোচ্চ ২৬ বছর   উচ্চতা (পুরুষ): সকল ট্রেড ৫ফুট ৪ ইঞ্চি, প্রভোস্ট ৫ফুট ৮ ইঞ্চি উচ্চতা (নারী): সকল ট্রেড ৫ ফুট, প্রভোস্ট ৫ ফুট ৩ ইঞ্চি বুকের মাপ (পুরুষ): কমপক্ষে ৩০ইঞ্চি। প্রসারণ: ন্যূনতম ৩২ ইঞ্চি বুকের মাপ (নারী): কমপক্ষে ২৮ইঞ্চি। প্রসারণ: ন্যূনতম ৩০ ইঞ্চি ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী চোখ: ৬/৬   আবেদনের প্রক্রিয়া:  প্রার্থীরা এই https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ আগস্ট, ২০২৩ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
airman Schedule
airman Schedule

এ সম্পর্কিত আরও পড়ুন এসএসসি | পাসেই | বিমান | বাহিনীতে | চাকরি