বাংলাদেশ বিমান বাহিনী জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘বিমানসেনা’ পদে কর্মী নেবে বাহিনীটি। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৪ আগস্ট।
১. পদের নাম: টেকনিক্যাল ট্রেড (পুরুষ ও মহিলা)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে বিজ্ঞান শাখায় জিপিএ ৩.৫/সমমান
২. পদের নাম: নন-টেকনিক্যাল (পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে যে কোন শাখায় জিপিএ ৩.৫/সমমান
৩. পদের নাম: এমটিওএফ (পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে বিজ্ঞান শাখায় জিপিএ ৩.০/সমমান
৪. পদের নাম: চিকিৎসা সহকারী (পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে জীব বিজ্ঞানসহ বিজ্ঞান শাখায় জিপিএ ৩.৫/সমমান
৫. পদের নাম: প্রভোস্ট (পুরুষ ও মহিলা)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে যেকোনো শাখায় জিপিএ ৩.৫/সমমান
৬. পদের নাম: মিউজিশিয়ান (পুরুষ ও মহিলা)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে যেকোনো শাখায় জিপিএ ২.৫/সমমান
৭. পদের নাম: খেলোয়াড় (টেকনিক্যাল/নন-টেকনিক্যাল) (পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে যেকোনো শাখায় জিপিএ ৩.৫/সমমান
নাগরিকত্ব: বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
বয়সসীমা: সকল ট্রেড ১৬ হতে ২১ বৎসর (০২ এপ্রিল ২০২৩ তারিখে)। এমটিওএফ ট্রেড সর্বোচ্চ ২৪ বছর। চিকিৎসা সহকারী ও মিউজিশিয়ান সর্বোচ্চ ২৬ বছর
উচ্চতা (পুরুষ): সকল ট্রেড ৫ফুট ৪ ইঞ্চি, প্রভোস্ট ৫ফুট ৮ ইঞ্চি
উচ্চতা (নারী): সকল ট্রেড ৫ ফুট, প্রভোস্ট ৫ ফুট ৩ ইঞ্চি
বুকের মাপ (পুরুষ): কমপক্ষে ৩০ইঞ্চি। প্রসারণ: ন্যূনতম ৩২ ইঞ্চি
বুকের মাপ (নারী): কমপক্ষে ২৮ইঞ্চি। প্রসারণ: ন্যূনতম ৩০ ইঞ্চি
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী
চোখ: ৬/৬
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীরা এই https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ আগস্ট, ২০২৩ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এ সম্পর্কিত আরও পড়ুনএসএসসি | পাসেই | বিমান | বাহিনীতে | চাকরি