আর্কাইভ থেকে জাতীয়

মশার কামড়ের ভয়ে বক্তব্য ভুলে গেলেন অর্থমন্ত্রী, চাইলেন ক্ষমা

মশার কামড়ের ভয়ে বক্তব্য ভুলে গেলেন অর্থমন্ত্রী, চাইলেন ক্ষমা
একটি অনুষ্ঠানে গিয়ে মশার কামড়ের ভয়ে হঠাৎ বক্তব্য ভুলে যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বক্তব্য শেষ করার পর ভুলে যাওয়া সেই কথা মনে পড়ে তার। এসময় ক্ষমা চেয়ে সেই বক্তব্য আবার দেন। আজ মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ইএফডি মেশিনের (ইএফডিএমএস) উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানের মঞ্চে অর্থমন্ত্রীর পেছনে দাঁড়িয়েছিলেন সাদা ইউনিফর্ম পরা এক ব্যক্তি। তার হাতে ছিল মশা মারার ব্যাট। মন্ত্রী তার আশপাশে কোনো মশা আসছে কি না, সে দিকে সতর্ক দৃষ্টি রাখছিলেন। কোনো মশা দেখলে সঙ্গে সঙ্গে সেটি মেরে ফেলেন। এভাবে অনুষ্ঠান চলার সময় বেশ কয়েকটি মশা মারতেও দেখা গেছে তাকে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘বিনয়ের সঙ্গে বলছি, বক্তব্য শেষ করার আগে আমার একটি লাইন বলার কথা ছিল বা বিশেষ কথা বলার ছিল। কিন্তু আমি মশার জন্য ওদিকে দৃষ্টি দিতে গিয়ে সেটা ভুলে গেছি। আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।’ এরপর তিনি সাধারণ মানুষের কাছ থেকে ভ্যাট আদায় করতে গিয়ে যেন কারও ওপর অতিরিক্ত চাপ না পড়ে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান। এর আগে ২০১৯ সালে অর্থমন্ত্রী ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের দুদিন আগে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন মশার | কামড়ের | ভয়ে | বক্তব্য | ভুলে | গেলেন | অর্থমন্ত্রী | চাইলেন | ক্ষমা