আর্কাইভ থেকে দেশজুড়ে

পাগলের চুল-দাড়ি কেটে প্রশংসায় ভাসছেন স্থানীয়রা

পাগলের চুল-দাড়ি কেটে প্রশংসায় ভাসছেন স্থানীয়রা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বেওয়ারিশ মানসিক ভারসাম্যহীন (পাগলের) চুল-দাঁড়ি কেটে গোসল করে নতুন শার্ট প্যান্ট পড়িয়ে প্রশংসায় ভাসছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৩ টায় ফুলবাড়ী সদরের ব্র্যাক মোড়ে ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বেলালসহ কয়েক স্থানীয় মিলে একজন নরসুন্দরকে ডেকে বেওয়ারিশ মানসিক ভারসাম্যহীন এক পাগলের বড় বড় চুল-দাড়ি কাটান। পরে স্থানীয় সোহেল রানা ও জিহাদুন্নবী জিহাদ পাশের একটি পুকুরে সাবান ও শ্যাম্বু দিয়ে গোসল করান। গোসলের পর তাকে নতুন টি-শার্ট এবং জিন্সের প্যান্টসহ তোয়ালে গামছা পরিধান করিয়ে দেয়ার পর হোটেল থেকে ভাত খাওয়ানো হয়। এই ভাল কাছটি খুবই ভাল লেগেছে বলে নিজেদের অনুভূতি জানিয়ে এই দুই স্থানীয় সবাইকে এসব বেওয়ারিশ মানসিক ব্যক্তির পরিছন্ন করার আহবান জানিয়েছেন। স্থানীয় সংবাদকর্মী ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠক নুরনবী মিয়া ও বিপুল মিয়া বেলাল জানান, যেকোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এই উপজেলায় যদি কোনো বেওয়ারিশ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি থাকে,  আমাদেরকে জানালে আমরা তার পরিচ্ছন্নতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সর্বাত্মক চেষ্টা করবো। ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বেলাল জানান, এই বেওয়ারিশ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ব্র্যাক মোড়ে প্রায় আড়াই তিনমাস ধরে ঘোরাফেরা করতে দেখা যায়। আমরা স্থানীয়রা অনেকেই তাকে দোকান থেকে খাবার কিনে খাওয়াই। তার চুল দাড়ি অনেক বড় বড় দেখে মনে হলো যে এগুলো কেটে দেয়া দরকার। বৃহস্পতিবার বিকালে সেসব কেটে তাকে পরিচ্ছন্ন করা হলো। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ মলিহা খানম বলেন, যারা এই উদ্যোগটি নিয়েছে, তারা নিজস্ব মানবিকতাবোধ থেকেই করেছে। এটা নিঃসন্দেহে ভালোকাজ। যারা এ কাজটি করেছে, তাদেরকে সাধুবাদ জানাই।

এ সম্পর্কিত আরও পড়ুন পাগলের | চুলদাড়ি | কেটে | প্রশংসায় | ভাসছেন | স্থানীয়রা