আর্কাইভ থেকে বাংলাদেশ

আবারও সঙ্কটাপন্ন লতা মঙ্গেশকর

আবারও সঙ্কটাপন্ন লতা মঙ্গেশকর

ভারতের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা আবারও সঙ্কটজনক। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে করোনা পজিটিভ হয়ে ভর্তি ছিলেন এই ৯২ বছর বয়সী এই গায়িকা। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। 

গেলো শনিবার (৫ ফেব্রুয়ারি) শারীরিক অবস্থার অবনতি হলে আবার তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেয়া হয়। 

চিকিৎসক জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন লতা। বিভিন্ন থেরাপি চলছে তার।  

পরিস্থিতির অবনতি হতেই বোন আশা ভোঁসলে, পরিচালক মধুর ভান্ডারকর এবং সুপ্রিয়া সুলে যান ওই হাসপাতালে।

করোনায় আক্রান্ত হয়ে ১১ জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় এশিয়া উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী লতাকে। সেখানে নিউমোনিয়া ধরা পড়ে ৯২ বছরের গায়িকার।

শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, লতা মঙ্গেশকারের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়েছে। এ গায়িকার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউতেই তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন আবারও | সঙ্কটাপন্ন | লতা | মঙ্গেশকর