আর্কাইভ থেকে বিএনপি

বিএনপির আন্দোলনে লোকসমাগম দেখে সরকার দিশেহারা : রিজভী

বিএনপির আন্দোলনে লোকসমাগম দেখে সরকার দিশেহারা : রিজভী
বিএনপির আন্দোলনে লোকসমাগম দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিএনপি আন্দোলনের বারটা বেজে গেছে এমন মন্তব্যের জবাবে তিনি আরও বলেন, তিনি (ওবায়দুল কাদের) ডিমেনশিয়া রোগে ভুগছেন। শনিবার (২৬ আগস্ট ) দুপুরে রাজধানীর লেকশোর হোটেলে এক সভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, তারা তাদের নেতাকর্মীদের মনোবল চাঙা রাখতে এসব বলছেন। আমি বলবো, ওবায়দুল কাদের এখনো সময় আছে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিন। এটা চাওয়া, কোনো ষড়যন্ত্র নয়, এটা জনগণের দাবি। তিনি বলেন, কুষ্টিয়ায় আদালতে মাহমুদুর রহমানের ওপর ভয়ংকর আক্রমণ করা হয়েছে। এটা কি একটা রাষ্ট্র? আজকে যে অভিযোগে আমেরিকার আদালত মামলা বাতিল করে দেয় সেখানে বাংলাদেশে একটা নিউজের কারণে বিচার করা হয়। এটা তো আওয়ামী লীগের আদালত। নপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার ধারা ওয়ান ইলেভেনের সময় থেকেই শুরু হয়েছে। এ জন্য আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন ‘ওয়ান ইলেভেন তাদের আন্দোলনের ফসল’। সে সময় সেনাপ্রধান মঈন উদ্দিন আহমেদ বললেন ‘হাওয়া ভবনের কারণে বিদ্যুৎ খাতের উন্নয়নের নামে ২০ হাজার কোটি টাকা পাচার হয়েছে’। পরে সেটার দাঁতভাঙা জবাব কলামের মাধ্যমে দিয়েছিলেন মাহমুদুর রহমান। তিনি লিখলেন, ‘গোটা ৫ বছরে বাজেট হলো ১৩ হাজার কোটি টাকা’। সেখানে ২০ হাজার কোটি টাকা পাচার করেছে কীভাবে? আসলে দেশি-বিদেশি চক্রান্তের অংশ হলো ওয়ান ইলেভেন।   এএম/    

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপির | আন্দোলনে | লোকসমাগম | দেখে | সরকার | দিশেহারা | | রিজভী