আর্কাইভ থেকে দেশজুড়ে

চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন খাগড়াছড়ি-রাঙ্গামাটি

চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন খাগড়াছড়ি-রাঙ্গামাটি
ভারি বৃষ্টিপাতে হাটহাজারীর নন্দীরহাট এলাকা প্লাবিত হওয়ায় চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৭ আগষ্ট) চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারি বৃষ্টিপাতের কারণে আজ সকাল থেকে হাটহাজারীর নন্দীরহাট ও বড় দিঘিরপাড় এলাকায় মহাসড়কে পানি জমেছে। পানির কারণে যানবাহন চলাচল করতে পারছে না। চট্টগ্রাম শহর থেকে উত্তর চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটির উদ্দেশে ছেড়ে যাওয়া যানবাহনের কিছু কিছু গন্তব্যে পৌঁছালেও সকালে বেশ কিছু যান সড়কে আটকে যায়। জলাবদ্ধতায় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পানি না কমা পর্যন্ত বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক সমিতিগুলো। নগরীর আমবাগান আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আবু মহসীন জানান, চট্টগ্রামে রোববার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ছয়টা থেকে ১২টা পর্যন্ত হিসাব করলে বৃষ্টিপাতের পরিমাণ ৯১ মিলিমিটার। এদিকে খাগড়াছড়িতে গেলো কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড় ধসের কারণে রোববার সকাল থেকে গুইমারা ও মহালছড়ি উপজেলায় যান চলাচল বন্ধ রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রাম | বিচ্ছিন্ন | খাগড়াছড়িরাঙ্গামাটি