আর্কাইভ থেকে ক্রিকেট

‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা’

‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা’
তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। ঘরের মাঠে ২০১২ ও ২০১৬ সালে পরপর দুইবার এশিয়া কাপের ফাইনাল খেলেও তীরে গিয়ে তরী ডুবিয়ে শিরোপা ছোঁয়া হয়নি সাকিব-মুশফিকদের। আরও একটি এশিয়া কাপ খেলতে আজ  রোববার (২৭ আগস্ট) দুপুরে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। উড়াল দেয়ার আগ মুহূর্তে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার পেসার তাসকিন আহমেদ বলেন এবারের এশিয়া কাপেও বাংলাদেশের লক্ষ্য ফাইনাল খেলা। তাসকিন বলেন, 'আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগতভাবে বড় সাফল্য হবে, যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি।' এই টাইগার গতিতারকা আরও বলেন,'চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। মূল জিনিসটা হচ্ছে, ভালো ক্রিকেট খেলা। সামনে যেহেতু বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।'

এ সম্পর্কিত আরও পড়ুন আমাদের | মূল | লক্ষ্য | এশিয়া | কাপের | ফাইনাল | খেলা