বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা প্রকল্পের অনুদান পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের চার শিক্ষক। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের ওয়েবসাইট থেকে বিষয়টি জানা যায়।
ইউজিসির ওয়েবসাইটে দেয়া তথ্য মতে, 'কুমিল্লার লোককিসসা সংগ্রহ ও বিশ্লেষণ' শীর্ষক গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, 'টাঙ্গাইলের পাহাড় অধ্যুষিত এলাকার(মধুপুর, ঘাটাইল ও সখিপুর): লোকসংস্কৃতি ও লোকসাহিত্য' শীর্ষক গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল ইসলাম।
এ ছাড়া 'এক্সপ্লোরিং দ্যা হিস্টোরিক্যাল এন্ড আর্কিওলজিক্যাল এভিডেন্স ফর ইউনানি এন্ড আয়ুর্বেদ মেডিসিন: ইনসাইট'স ইনটু ট্রেডিশনাল হেলিং প্র্যািক্টিস এন্ড কালচারাল হেরিটেজ ইন বাংলাদেশ' শীর্ষক গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ, 'স্কালাপ্টারাল হেরিটেজ অফ এনসিয়েন্ট বিক্রমপুর: আইকনোগ্রাফিক ডকুমেন্টেশন এন্ড ইস্টাইলেস্টিকস অ্যানালাইসিস' শীর্ষক গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক শারমিন রেজওয়ানা।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল ইসলাম উচ্ছ্বসিত হয়ে বলেন, আমরা সবসময় গবেষণার মধ্যে থাকি। কারণ এ গবেষণা প্রকল্প আমাকে গবেষণা কর্মে উৎসাহিত এবং আরও বেশি গবেষণামুখী করবে।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, এই গবেষণা প্রকল্প পেয়ে আমি খুবই আনন্দিত। এ প্রকল্প প্রাপ্তি আমাকে আরও নিত্যনতুন গবেষণায় প্রণোদিত করবে। ভবিষ্যতে আরও বৃহৎ গবেষণা প্রকল্পে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি৷
প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাজ হলো শিক্ষকতার পাশাপাশি ভাল গবেষক হয়ে উঠা। আমিও চেষ্টা করছি একজন ভাল গবেষক হয়ে উঠার। পাশাপাশি আমার সমস্যাগুলো নিয়ে কাজ করার। ইউজিসির এই গবেষণা প্রকল্পের অনুদান আমার জন্য সহায়ক হবে, উৎসাহ দিবে এবং কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নে অনেক বেশি সহযোগিতা করবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে মৌলিক গবেষণাকর্মে সহায়তা দানের জন্য দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ২১ জনকে চূড়ান্তভাবে অনুমোদন দেন।