আর্কাইভ থেকে দেশজুড়ে

ভয়াল রুপে ফুঁসছে যমুনা, বন্যার শঙ্কা

ভয়াল রুপে ফুঁসছে যমুনা, বন্যার শঙ্কা
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে নদ-নদীর পানি বেড়েই চলছে। এর মধ্যে যমুনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বুধবার (৩০ আগস্ট) সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গেলো ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ১৪ সেন্টিমিটার বেড়েছে। যা বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি ৩১৩ সেন্টিমিটার ও জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা জানান, সকাল থেকই উপজেলা কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। এখনো তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। তবে দীর্ঘ মেয়াদী বন্যা হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ার আশঙ্কা আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ভয়াল | রুপে | ফুঁসছে | যমুনা | বন্যার | শঙ্কা