আর্কাইভ থেকে জাতীয়

ডিএমপি সদর দপ্তরে মার্কিন রাষ্ট্রদূত

ডিএমপি সদর দপ্তরে মার্কিন রাষ্ট্রদূত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (৩০ আগস্ট) সকালে ডিএমপি হেডকোয়ার্টারে কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন পিটার হাস। প্রায় দেড় ঘণ্টাব্যাপী পুলিশ হেডকোয়ার্টারে অবস্থান করেন মার্কিন রাষ্ট্রদূত। সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করছেন ডিমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন। এদিকে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ১০টা ৫০ থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত ডিএমপি হেডকোয়ার্টারে অবস্থান করেন পিটার হাস। সাক্ষাৎকালে সাম্প্রতিক জঙ্গি অভিযান ও গ্রেফতার এবং রাজধানীর আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ডিএমপি | সদর | দপ্তরে | মার্কিন | রাষ্ট্রদূত