আর্কাইভ থেকে দেশজুড়ে

পবিত্র কোরআন অবমাননা ও মসজিদ ভাঙচুরের অভিযোগে এক যুবক গ্রেপ্তার

পবিত্র কোরআন অবমাননা ও মসজিদ ভাঙচুরের অভিযোগে এক যুবক গ্রেপ্তার
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অবমাননা ও মসজিদ ভাঙচুরের অভিযোগে মনতাজুর রহমান ওরফে মনতাজ (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। গেলো মঙ্গলবার (৩০ আগস্ট)  রাত ৩টার দিকে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের কালিডাঙ্গা মধ্যপাড়া জামে মসজিদে এ ঘটনাটি ঘটে। পরে এ ঘটনায় কালিডাঙ্গা মধ্যপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মোহর আলী বাদী হয়ে বুধবার বিকেলে মনতাজুর রহমানকে আসামী করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে মনতাজুরকে বুধবার বিকেলে আদালতে তোলা হলে আদালত ওইদিন সন্ধ্যায় তাকে জেলহাজতে পাঠিয়েছে বলে জানায় পুলিশ জানায়। বর্তমানে ওই এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার হওয়া মনতাজুর রহমান ওরফে মনতাজ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের কালিডাঙ্গা গ্রামের আব্দুর রশিদের ছেলে। মামলার এজাহার ও দেবীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গেলো মঙ্গলবার মধ্যরাতে দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের কালিডাঙ্গা মধ্যপাড়া জামে মসজিদের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মনতাজ। পরে কুড়াল ও লোহার রড দিয়ে মসজিদের জানালা ভাঙচুর করে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন শরীফের অবমাননা করে। এ সময় মনতাজুর এই এলাকায় কোন মসজিদ রাখবো না বলে চিৎকার করতে থাকে। পরে কিছু সময় মসজিদে অবস্থানের পরে বাসায় চলে যায় সে। পরে এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে তারা রাতেই মনতাজুরের বাসা ঘেরাও করে রাখে। পরে ৯৯৯ এ ফোন করে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ রাতেই নিজ বাড়ি থেকে মনতাজুরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ অবমাননা ও মসজিদ ভাঙচুরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পরে জবানবন্দী রেকর্ডের জন্য আসামীকে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। পরে তাকে আদালত জেলহাজতে প্রেরণ করেন। বর্তমানে ওই এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা সার্বিক বিষয়ে নজরদারি রাখছি।    

এ সম্পর্কিত আরও পড়ুন পবিত্র | কোরআন | অবমাননা | ও | মসজিদ | ভাঙচুরের | অভিযোগে | এক | যুবক | গ্রেপ্তার