আর্কাইভ থেকে টুকিটাকি

আরও সস্তায় বিমানের টিকিট পাবেন যেভাবে

আরও সস্তায় বিমানের টিকিট পাবেন যেভাবে
উৎসবের মরশুমে বাড়ে ঘুরতে যাওয়ার হিড়িক। আর ভ্রমণ পিপাসুদের লাগেনা কোন উৎস। এই যাত্রায় আরও একধাপ বাড়িয়ে দিয়ে সুখবর দিল গুগল। এই প্ল্যাটফর্মে যুক্ত হল এমন এক ফিচার, যার মাধ্যমে আরও সস্তায় বিমানের টিকিট কেটে নেয়া যাবে। গত সোমবার আনুষ্ঠানিক ভাবে নয়া ফিচারের কথা ঘোষণা করা হয়েছে এই সার্চ ইঞ্জিন সংস্থার তরফে। এমনিতে গুগলে (Google) বিমানের ভাড়া সার্চ করলে সেই সফরের বিভিন্ন বিমান সংস্থার ভাড়া ভেসে ওঠে আপনার স্ক্রিনে। সেই মতো নিজের প্রয়োজনীয় তারিখ বেছে নিয়ে টিকিট বুক করতে পারেন। তবে এবার ‘চিপেস্ট টাইম টু বুক’ বলে অপশনে গিয়ে জেনে নেয়া যাবে কোন সময় টিকিট কাটলে আরও গ্যাঁটের কড়ি কম খরচ হবে। গুগল জানাচ্ছে, এবার থেকে ট্রেন্ড ডেটার মাধ্যমে দেখে নেয়া যাবে আপনার পছন্দের তারিখ এবং গন্তব্য়ের জন্য ঠিক কোন সময়ে টিকিট কাটলে সবচেয়ে সস্তায় পেয়ে যাবেন। ঠিক কীভাবে আপনাকে তথ্য দেবে গুগলের নয়া ফিচারটি? ধরুন , আপনি বিমানের ভাড়া সার্চ করলেন। আপনাকে জানানো হল, মাস দুয়েক আগে এই সফরের টিকিট কাটলে আপনি লাভবান হবেন। কিংবা অমুক তারিখে টিকিট বুক করলে অন্যদিনের তুলনায় অনেকটা কম দামে পাওয়া যাবে। এমনকী আপনার স্বস্তির জন্য একটি রঙিন গ্যারান্টি ব্যাজও দেয়া হবে। সেটি কী? তা হল ওই তারিখের বিমানের মূল্য এর চেয়ে সস্তা আর হবে না। যদিও এই ব্যাজ সমস্ত বুকিংয়ের ক্ষেত্রে মিলবে না। চলতি বছরে সাধারণের টিকিট কাটার হার এবং ধরন দেখে এই নয়া ফিচার আনার সিদ্ধান্ত নিয়েছে গুগল। তাহলে আর চিন্তা কী! এবার গুগল সার্চ করেই সস্তায় কাটুন বিমানের টিকিট।

এ সম্পর্কিত আরও পড়ুন আরও | সস্তায় | বিমানের | টিকিট | পাবেন | যেভাবে