জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন গেলো ০২-০২-২০২২ তারিখে বিয়ের কাজটি শেষ করেছেন। পাত্র আহমেদ রাহি, পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং দৃক ব্যান্ডের বেজ গিটারিস্ট। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
বিয়ে প্রসঙ্গে সারিকা বলেন, গেলো বছরের ডিসেম্বর মাসের ১২ তারিখে দুই পরিবারের সম্মতিতে বাগদান সম্পন্ন হয়েছে। আর এ বছরের ২ ফেব্রুয়ারি একটা চমৎকার তারিখ ছিল। তাই ওইদিনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন। খুব শিগগিরই তিনি কাজে ফিরবেন।
প্রসঙ্গত, একটি মোবাইল অপারেটর কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে ২০০৬ সাল থেকে সারিকা মিডিয়াতে পথ চলা শুরু করেন। বিজ্ঞাপনটিতে অভিনয়ের মাধ্যমেই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
তাসনিয়া রহমান