বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আওতাধীন ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ১০০ নম্বরের মধ্যে ৭৯.০৩ স্কোর পেয়ে ১৮ তম অবস্থানে রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। যা গতবছরের তুলনায় ২৭ ধাপ এগিয়েছে। এর আগে ২০২০-২১ অর্থবছরে ৩.২৫ পেয়ে ৩২ তম এবং ২০২১-২২ অর্থবছরে ১১.১৪ পেয়ে ৪৫ তম অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয়টি।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, কৌশলগত উদ্দেশ্যসমূহে ৭০ নম্বরের মধ্যে ৫৩.৮৫, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনায় ১০ নম্বরের মধ্যে ৮.৯৯, ই-গভর্ন্যান্স/উদ্ভাবন কর্মপরিকল্পনায় ১০ নম্বরের মধ্যে ৭.৬০, অভিযোগ প্রতিকার ব্যবস্থা কর্মপরিকল্পনায় ৪ নম্বরের মধ্যে ৩.৩৬, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনায় ৩ নম্বরের মধ্যে ২.৯৫ ও তথ্য অধিকার কর্মপরিকল্পনায় ৩ নম্বরের মধ্যে ২.২৮ পেয়ে মোট ১০০ নম্বরের ৭৯.০৩ পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। এবারের মূল্যায়নে ১০০ তে ১০০ পেয়ে প্রথম স্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৯৭.৯১) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (৯৫.৯৭)।
প্রসঙ্গত, ২০১৪-১৫ অর্থবছরে সরকারি দপ্তর-সংস্থা ও প্রতিষ্ঠানের দক্ষতা ও দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) প্রবর্তন করা হয়।