আর্কাইভ থেকে জাতীয়

বিকেলে উন্মোচিত হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

বিকেলে উন্মোচিত হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করবেন। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে বাণিজ্যমেলার পুরোনো মাঠে এক অনুষ্ঠানে সরকারপ্রধান এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক (পিডি) এএইচএমএস আক্তার। তিনি শুক্রবার বার্তা সংস্থা বাসসকে বলেন, উদ্বোধনের পরের দিন রোববার যান চলাচলের জন্য উন্মুক্ত হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট অংশ। পিডি জানান, এ অংশের দৈর্ঘ্য সাড়ে ১১ কিলোমিটার। এতে বোর্ডিংয়ের জন্য ১৫টি র‌্যাম্প রয়েছে। এর মধ্যে বনানী ও মহাখালীর দুটি র‌্যাম্প আপাতত বন্ধ থাকবে। এক্সপ্রেসওয়েতে ঘণ্টায় গাড়ির সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার হবে জানিয়ে পিডি বলেন, এতে চড়তে পারবে না থ্রি হুইলার, বাইসাইকেল ও পথচারীরা। আপাতত এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না মোটরসাইকেলও।

এ সম্পর্কিত আরও পড়ুন বিকেলে | উন্মোচিত | হচ্ছে | ঢাকা | এলিভেটেড | এক্সপ্রেসওয়ে