আর্কাইভ থেকে বাংলাদেশ

সিনহা হত্যাকাণ্ড: কাশিমপুর কারাগারে প্রদীপ-লিয়াকত

সিনহা হত্যাকাণ্ড: কাশিমপুর কারাগারে প্রদীপ-লিয়াকত


সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গেলো বুধবার (৯ ফেব্রয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আসামিদের কারাগারে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন। 

গেলো  ৩১ জানুয়ারি সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরে তাদের কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে কাশিমপুরে আনা হয়েছে।

২০২০ সালের ৬ জুলাই রাতে কক্সবাজারের মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হন। সাবেক ওসি প্রদীপ কক্সবাজারের স্থানীদের হয়রানি করতো বলে অভিযোগ রয়েছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন সিনহা | হত্যাকাণ্ড | কাশিমপুর | কারাগারে | প্রদীপলিয়াকত