আর্কাইভ থেকে অপরাধ

কারাগারে গাঁজা-দেশীয় অস্ত্রসহ প্রবেশ, গ্রেপ্তার ২

কারাগারে গাঁজা-দেশীয় অস্ত্রসহ প্রবেশ, গ্রেপ্তার ২
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে দেশীয় অস্ত্র ও গাঁজা নিয়ে প্রবেশের দায়ে গাজীপুর সিটি করপোরেশনের ট্রাকচালকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কারারক্ষীরা। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তাররা হলেন, গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার ছোট দেওরা এলাকার ট্রাকচালক মো. আবু নাঈম (২৮) ও একই থানার শান্তি পল্লী এলাকার চালকের সহকারী মো. আশরাফ (৩০)। শনিবার (২ সেপ্টেম্বর) গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন। তিনি বলেন, শুক্রবার (১ সেপ্টেম্বর) ময়লা-আবর্জনা আনতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ঢুকছিল গাজীপুর সিটি করপোরেশনের একটি ড্রাম ট্রাক। এসময় কারারক্ষীরা ট্রাক তল্লাশি করে ট্রাকের সিট কাভারের ভেতর থেকে কালো টেপ দিয়ে প্যাঁচানো প্রায় ২৫০ গ্রাম গাঁজা, ২টি দা, ১টি চাকু এবং ২টি মোবাইল ফোন জব্দ করে। পরে পুলিশে খবর দেয়া হলে তাদের আটক করে কোনাবাড়ি থানায় আনা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন কারাগারে | গাঁজাদেশীয় | অস্ত্রসহ | প্রবেশ | গ্রেপ্তার | ২