আর্কাইভ থেকে ছাত্র-শিক্ষক

ইবির ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নবীন বরণ

ইবির ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নবীন বরণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের চতুর্থ তলায় বিভাগটির শ্রেণিকক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের সভাপতি সাহিদা আখতারের সভাপতি সাহিদা আখতার আশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকা। এছাড়া আইন বিভাগের অধ্যাপক ও আইন প্রশাসক অধ্যাপক ড. আনিচুর রহমান, বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান অতিথি হিসেবে ছিলেন। বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আলিফ হাসানের সঞ্চালনায় অতিথিরা সহ নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে নবীনদের উদ্দেশ্যে ড. সৈয়দা সিদ্দিকা বলেন, বিশ্ববিদ্যালয় জীবন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই ধাপে তোমাদের নিজেদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটা দিন কাজে লাগাতে হবে। আগামী দিনে তোমরা নিজেদের কোথায় দেখতে চাও আজকে থেকেই সেই স্বপ্ন দেখতে হবে। ছোটখাটো বিষয়ে মনঃক্ষুণ্ন ও হতাশ হওয়া যাবে না। তিনি আরও বলেন, আগামী ৫ বছর পর আমি প্রত্যেকের থেকে সফলতার গল্প শুনতে চাই। কখনো রিগ্রেট করবে না। আজলে যা পেয়েছি এটাই সম্পূর্ণ। সেটিই স্মরণীয় করে তুলে আগামীর দিন সুন্দর করে গড়ে তুলবে এটাই প্রত‌্যাশা। মূল্যবোধ, বাবা মায়ের দোয়া, শিক্ষকদের দোয়া হলো আত্ম সম্পদ। এই আত্ম সম্পদ সাথে থাকলে তোমরা আইন জগতের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ইবির | ল | এন্ড | ল্যান্ড | ম্যানেজমেন্ট | বিভাগের | নবীন | বরণ